গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র এমএ মান্নানকে নাশকতার দুই মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার দুপুরে গাজীপুরের পৃথক দুটি আদালত জয়দেবপুর থানার একটি মামলায় একদিন এবং কালিয়াকৈর থানার নাশকতার অপর মামলায় তাকে আরো দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
কালিয়াকৈর থানার মামলায়র রায় দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. শহিদুল ইসলাম এবং জয়দেবপুর থানার মামলার রায় দেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আব্দুল হাই।
আদালত পরিদর্শক রবিউল ইসলাম জানান, ১৫এপ্রিল রাতে জয়দেবপুর, কালিয়াকৈর ও টঙ্গী থানা এলাকায় গাড়িতে অগ্নিসংযোগের (নাশকতার) ঘটনার দুইটি মামলায় গ্রেপ্তার হন এমএ মান্নান। এসব মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৭দিনের রিমান্ড আবেদন করে মান্নানকে আদালতে পাঠানো হয়। আদালত সার্বিক বিষয় বিবেচনা করে আলাদাভাবে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।