রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার প্রতিবাদে ও জড়িতের শাস্তির দাবিতে প্রদীপ প্রজ্জ্বালন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ে কাজলা গেটে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এ কর্মসূচির আয়োজন করে। এতে সমিতির সভাপতি অধ্যাপক শহীদুল্লাহ্, সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ্ আজম, সমিতির সাবেক সভাপতি অধ্যাপক আনন্দ কুমার সাহাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এক মহসমাবেশে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে একের পর এক গুপ্তহত্যা হচ্ছে। কিন্তু আমরা তাদেরকে বিচারের আওতায় আনতে পারছি না। এটা আমাদের ব্যর্থতা। খুনীদের চিহ্নিত করে বিচারের আওতায় না আনা পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমরা ঘরে ফিরবো না। আমাদের জোড়াতালি দিয়ে কিছু বলা হলে আমরা তা মেনে নিবো না। রাজশাহী বিশ্ববিদ্যায়ের ইংরেজি বিভাগের প্রফেসর রেজাউল করিম সিদ্দিকী হত্যার ঘটনায় জড়িতদের বিচার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।