ঢাকা: ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত জঙ্গিগোষ্ঠীর হাতে ৩৭টি হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। এর মধ্যে ৩৪টি মামলার মূল রহস্য উদঘাটিত হয়েছে বলে দাবি করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
মঙ্গলবার (৩ মে) দুপুরে রাজধানীর গুলিস্তানে পুলিশ হেডকোয়ার্টার্সের সেমিনার কক্ষে সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।
আইজিপি এ কে এম শহিদুল হক বলেন, এসব হত্যাকাণ্ডের একটি মামলার বিচার হয়েছে ও ৬টির চার্জশিট দেওয়া হয়েছে। ৩৪টি মামলায় এ পর্যন্ত ১৪৪ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি আমরা। এর মধ্যে ৪৯ আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
তিনি বলেন, এসব হত্যাকাণ্ডের পর বিভিন্ন সাইট থেকে যে দায় স্বীকার করা হয়, এসবের সঙ্গে গ্রেফতার আসামিদের সংশ্লিষ্টতা পাওয়া যায় না।
কলাবাগানে জোড়াখুন (জুলহাজ মান্নান ও তার বন্ধু তনয় হত্যা) মামলা কোন পর্যায়ে আছে জানতে চাইলে তিনি বলেন, মামলাটি তদন্তাধীন রয়েছে। আমরা ধারণা করছি, আনসারুল্লাহ বাংলা টিম এ ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে তদন্ত করে বিস্তারিত জানানো হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- র্যাব’র মহাপরিচালক বেনজীর আহমেদ, পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (মিডিয়া) এ কে এম শহিদুর রহমান প্রমুখ।