এসএসসি ও সমমান পরীক্ষার ফল ১১ মে

Slider শিক্ষা
013_209592
২০১৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল ১১ মে প্রকাশ করা হবে।

সোমবার শিক্ষাসচিব সোহরাব হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

১ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে ১৪ মার্চ শেষ হয়।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় প্রায় ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ পরীক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে আট লাখ ৪২ হাজার ৯৩৩ জন ছাত্র ও আট লাখ আট হাজার ৫৯০ জন ছাত্রী।

আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসিতে ১৩ লাখ চার হাজার ২৭৪ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে দুই লাখ ৪৮ হাজার ৮৬৫ ও এসএসসি ভোকেশনালে (কারিগরি) ৯৮ হাজার ৩৮৪ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

সারাদেশে তিন হাজার ১৪৩টি কেন্দ্রে ২৮ হাজার ১১৯টি শিক্ষা প্রতিষ্ঠানে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ৮ মার্চ পর্যন্ত এসএসসির তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৯ মার্চ সঙ্গীতের ব্যবহারিক পরীক্ষা এবং ১০ থেকে ১৪ মার্চে বেসিক ট্রেডসহ এসএসসির সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়। মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে তত্ত্বীয় শেষ হয় ১০ মার্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *