রোববার তাজিকিস্তানের রাজধানী দুশানবের অ্যাভিয়েটর স্টেডিয়ামে ফাইনালে বাংলাদেশ ৪-০ গোলে হারিয়েছে ভারতকে।
এই ম্যাচে হ্যাটট্রিক করেছেন বাংলাদেশের তহুরা খাতুন ও দলের পক্ষে একটি গোল করেন অনুচিং মোগিনি।
এই আসরের চার ম্যাচে ২৫ গোল করেছে বাংলাদেশের মেয়েরা; আর নিজেদের জালে বল গেছে মাত্র দুইবার। তহুরা একাই করেন ১০ গোল।
খেলার দ্বিতীয় মিনিটে বাংলাদেশকে এগিয়ে দেন তহুরা। এরপর ৩২তম মিনিটে দ্বিতীয় গোলটি করেন অনুচিং। পরে ৫২তম মিনিটে নিজের দ্বিতীয় ও ৬৪ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন তহুরা।
গ্রুপ পর্বে ভারতকে ৩-১ গোলে হারিয়েছিল বাংলাদেশের মেয়েরা। এরপর নেপালকে ৯-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠেছিল তারা। সেমিফাইনালে স্বাগতিক তাজিকিস্তানকে ৯ গোলে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশের মেয়েরা।
গত বছর নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের মেয়েরা।