রোববার গুজরাত বিশ্ববিদ্যালয় জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতা নিয়ে যে প্রশ্ন তোলা হয়েছিল, তা সঠিক নয়। প্রধানমন্ত্রী রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর পাশ করেছেন।
এখানেই শেষ নয়। এমএ-তে প্রধানমন্ত্রী প্রথম শ্রেণি পেয়েছিলেন। প্রাপ্ত নম্বর ছিল ৬২.৩ শতাংশ। গুজরাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম এন পটেল এ কথা জানিয়েছেন বলে জানায় টাইমস অব ইন্ডিয়া।
প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। দেশের তথ্য কমিশনার এম শ্রীধর আচারিয়ুলুকে কাঠগড়ায় তুলে কেজরীবাল বলেছিলেন, প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতাকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। চিঠিতে কেজরী লেখেন, ‘অভিযোগ উঠেছে যে, নরেন্দ্র মোদির কোনও ডিগ্রি নেই। দেশবাসী সত্যটা জানতে চান। তা সত্ত্বেও আপনি এই তথ্যটি প্রকাশ করতে চাননি। আপনি কেন এমন করছেন? এটা সঠিক নয়।’
এই চিঠির পরেই তথ্য কমিশন প্রধানমন্ত্রীর দফতরে চিঠি পাঠায়। চাওয়া হয় প্রধানমন্ত্রীর রোল নম্বর।