ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয়তাবাদী শ্রমিকদলের সমাবেশে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
রোববার (০১ মে) বিকেল সোয়া ৪ টার দিকে সমাবেশ মঞ্চে এসে পৌঁছান তিনি।
এর আগে বিকেল ৪টার কিছু আগে রাজধানীর গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে সমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশে রওনা দেয় তাকে বহনকারী গাড়িবহর।
০১ মে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী শ্রমিকদল।
দুপুর দেড়টা থেকে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। তবে দুপুরের আগে থেকেই রাজধানী ও এর আশপাশের বিভিন্ন এলাকা থেকে ব্যানার, ফেস্টুনসহ মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন শ্রমিকরা।
এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতেও শোনা গেছে।
আয়োজক সংগঠন শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে মঞ্চে উপস্থিত আছেন-বিএনপি স্থায়ী কমিটির বিদায়ী সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম প্রমুখ।
এদিকে সমাবেশকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সমাবেশস্থল ছাড়াও ওই এলাকায় অতিরিক্ত পুলিশসহ সাদা পোশাকে কাজ করছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
রাজধানীর শাহবাগ থেকে রাজু ভাস্কর্য হয়ে দোয়েল চত্বর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।