আটকরা হলেন, গোপালপুরের আলমনগর মাদ্রাসার সুপারইনটেনডেন্ট আমিনুল ইসলাম, গোপালপুর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক বাদশা মিয়া ও ঝন্টু নামে একজন।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) আসলাম খান জানান, শনিবার গভীর রাতে মধুপুরের গোলাবাড়ি ইউনিয়নের দত্তবাড়ি থেকে আমিনুল ইসলামকে আটক করা হয়েছে।
এদিকে জিজ্ঞাসাবাদের জন্য শনিবার রাতে বাদশা মিয়া ও ঝন্টুকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপালপুর পৌরসভার ডুবাইল বাজারে খুন হন নিখিল চন্দ্র জোয়ার্দার (৫০)। এ ঘটনায় নিহতের স্ত্রী আরতী রানী অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে গোপালপুর থানায় একটি মামলা করেন।
স্থানীয়রা জানিয়েছেন, নিখিল তিন বছর আগে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদকে (সা) নিয়ে কটূক্তি করেছিলেন বলে অভিযোগ ওঠে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। ওই সময় তার বিরুদ্ধে গোপালপুর থানায় একটি মামলা হয়। ওই মামলায় তিনি তিন মাস হাজতবাস করেন।