স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বাংলাদেশ সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. জয়নাল আবেদীন বলেছেন, বর্তমানে আন্দোলনের ওয়েব সৃষ্টি হয়েছে। আগামী ৩১ ডিসেম্বরের পর এক দিনও সরকার ক্ষমতায় থাকতে পারবে না।
বৃহসপতিবার বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত গাজীপুর শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে জেলা বিএনপি আয়োজিত এক প্রতিনিধি সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।
জয়নাল আবেদীন বলেন, বর্তমান হাসিনার সাঙ্গপাঙ্গরা তারেক রহমানকে ভয় পায়। কারণ শহীদ জিয়ার রক্ত তারেক রহমানের দেহে প্রবাহিত। মানুষের নাড়ীর সঙ্গে তারেক মিশে আছে। মেনন সাহেবরা তারেক রহমানকে দেশে আসতে বলছেন।
তিনি চ্যালেঞ্চ ছুড়ে দিয়ে বলেন, কালো বাহিনী, লাল বাহিনী, রক্ষী বাহিনী ও র্যাব বাহিনী ছাড়া মাঠে আসুন। তারেক রহমানকে দেশের মানুষ কিভাবে গ্রহন করে দেখবেন।
বিচার বিভাগ সম্পর্কে জয়নাল আবেদীন বলেন, দেশ খেয়েছেন। সব খেয়েছেন। এখন বিচার বিভাগ খাচ্ছেন। বিচার বিভাগ খেতে চাইলে আপনারা মূর্খের স্বর্গে বসবাস করছেন।
প্রধান অতিথির বক্তব্যে হান্নান শাহ বলেন, বরকীর ঈদের আগে গাজীপুরে ছাত্র দল ও যুব দলের কমিট করতে না পারলে ৫ জন সিনিয়র নেতা মিলে কমিটি ঘোষনা করা হবে। গাজীপুর থেকে সরকার বিরোধী আন্দোলন শুরু করার জন্য তিনি নেতা-কমীদের প্রতি আহবান জানান।
গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিঃ জেঃ (অব) আ স ম হান্নান শাহ।
সম্মানিত অতিথির বক্তব্য রাখেন গাজীপুর সিটিকর্পোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নান। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. জয়নাল আবেদীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক এমপি হাসান উদ্দিন সরকার, বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌরসভার মেয়র মুজিবুর রহমান, কেন্দ্রিয় নেতা হুমায়ূন কবির খান, গাজীপুর জেলা বিএনপির সহসভাপতি আহাম্মদ আলী রুশদী, গাজীপুর পৌর বিএনপির সভাপতি মীর হালিমুজ্জামান ননী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ডাঃ মাজহারুল আলম মন্ডল, সাখাওয়াত হোসেন সবুজ, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান এলিচ প্রমূখ।