নরওয়েতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৩ জন আরোহী নিহত হয়েছেন।
বিবিসি জানায়, স্থানীয় সময় শুক্রবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বারগেন শহরের উপকূলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
উদ্ধারকারীরা জানিয়েছেন, ওই হেলিকপ্টারে তেলের খনির শ্রমিকেরা যাচ্ছিলেন। নিহতদের মধ্যে ১১ জন নরওয়ের, একজন বিট্রিশ ও একজন ইতালির নাগরিক।
১১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। অন্য দুইজন যাত্রীর বেঁচে থাকার সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
বিবিসি জানায়, গালফক্স ওয়েল ফিল্ড থেকে বার্জেন শহরে যাওয়ার পথে বিধ্বস্ত হয়ে হেলিকপ্টারটি টুকরো টুকরো হয়ে যায়।
হেলিকপ্টারটির ব্ল্যাকবক্স উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি।