গ্রাম বাংলা ডেস্ক: চাঁদা না দেয়ায় রাজধানীর মগবাজারের বাসায় ঢুকে নারীসহ তিনজনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এই ঘটনায় আহত হয়েছেন আরো একজন। নিহত হলেন রানু বেগম ওরফে বৃষ্টি (২৮) তাদের ভাড়াটিয়া মুন্না (২২) ও বিল্লাল (২৫)। আহত হয়েছেন রানুর ভাই হৃদয় (২৫)।
বৃহস্পতিবার রাত পৌনে ৮ টায় মগবাজার ওয়ারলেস গেটের সোনালীবাগ গলিতে এই ঘটনা ঘটে।
নিহত বৃষ্টির চাচা শাহ আলম সাংবাদিকদের জানান, বৃষ্টির স্বামী আবুল হোসেন হোল সেলের ব্যবসা করেন। তারা বৃষ্টির বাবা মৃত নুরুল বক্সের ৭৮ নম্বর সোনালী বাগের বাসায় বসবাস করে আসছিলো। ওই বাসায় কয়েকজন ভাড়াটিয়াও রয়েছেন। তিনি বলেন, সম্প্রতি বৃষ্টির সামী সোনালীবাগ এলাকায় একটি বাড়ি কেনে। খুব শিগগিরই তারা ওই বাড়ি উঠবেন বলে ভাবছিলেন। কিন্তু বাড়িটি কেনার পর থেকে স্থানীয় সন্ত্রাসী কাইল্যা বাবু ২ লাখ টাকা চাঁদা দাবী করে আসছিলো। কিন্তু বৃষ্টিরা তাদের তাদের চাঁদা দিতে অস্বিকার করে। এরপর সন্ত্রাসীরা কয়েক দফায় তাদের মোবাইলে ও সরাসরি হুমকি দিতে থাকে। তারপরও চাঁদা না দেয়ায় গতকাল রাত সোয়া ৮ টার দিকে কাইল্যা বাবুর নেতৃত্বে ৮/১০ জন সন্ত্রাসী ওই বাড়ি হামলা চালায়। তারা কালিং চেপে ভেতরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি করতে থাকে। তাদের ছোড়া গুলি বৃষ্টির পেটে ও বুকে, মুন্নার পেটে, বিল্লালের পেটে-বুকে এবং হৃদয়ের হাতে ও পেটে বিদ্ধ হয়। পরে সন্ত্রাসীরা চলে গেলে আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষনা করেন। হৃদয়কে চিকিৎসা দেয়া হচ্ছে।
এব্যাপারে পুলিশের রমনা জোনের এসি শিবলী নোমান জানান, গুলির খবর শুনে তারা ঘটনাস্থলে ছুটে যান। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার আটক করতে পারেননি। তিনি বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।