বরিশাল-ঢাকা মহাসড়কের ছয় মাইল নামক এলাকায় পুলিশবাহী বাস ও বিপরিত দিক দিয়ে আসা ইটবাহী ট্রাকের মুখমুখি সংঘর্ষে ২৭ আমর্ড পুলিশ সদস্য আহত হয়। আহত সবাইকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দু জনের আঘাত গুরুতর।
আর্মড পুলিশের আহত এসআই জালাল উদ্দিন বলেছেন, পুলিশ বহনকারী আবদুল্লাহ পরিবহনের গাড়িটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর রাস্তার সঙ্গে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে এ দুর্ঘটনাটি ঘটে।
আমর্ড পুলিশ ইন্সপেক্টর আলি আহসান জানিয়েছেন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর শনিবারের সফরের সময়ে নিরাপত্তার দায়িত্ব পালনের জন্য বরিশাল থেকে ২টি বাসে তাদের ব্যাটেলিয়ানের ৯৯ জন সদস্য শুক্রবার ভোরে বরিশাল থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হন। সকাল সাড়ে ৭টা নাগাদ এরা দুর্ঘটনায় পরে। তবে এ দুর্ঘটনায় কোন প্রাণহানি ঘটেনি এবং কোন অস্ত্র খোয়া যায়নি।
আর্মড পুলিশের আহত এসআই জালাল উদ্দিন বলেছেন, পুলিশ বহনকারী আবদুল্লাহ পরিবহনের গাড়িটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর রাস্তার সঙ্গে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে এ দুর্ঘটনাটি ঘটে।
আমর্ড পুলিশ ইন্সপেক্টর আলি আহসান জানিয়েছেন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর শনিবারের সফরের সময়ে নিরাপত্তার দায়িত্ব পালনের জন্য বরিশাল থেকে ২টি বাসে তাদের ব্যাটেলিয়ানের ৯৯ জন সদস্য শুক্রবার ভোরে বরিশাল থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হন। সকাল সাড়ে ৭টা নাগাদ এরা দুর্ঘটনায় পরে। তবে এ দুর্ঘটনায় কোন প্রাণহানি ঘটেনি এবং কোন অস্ত্র খোয়া যায়নি।