নেপালকে ৯ গোলে হারিয়ে সেমিতে বাংলাদেশ

Slider খেলা সারাদেশ

file (1)

 

নেপালকে ৯-০ গোলে হারিয়ে এএফসি অনূর্ধ -১৪ আঞ্চলিক ফুটবলে বি গ্রুপ থেকে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা। বৃহস্পতিবার তাজিকিস্তিানের দুশানবেতে অনুষ্ঠিত খেলায় বাংলাদেশের পক্ষে হ্যাটট্রিক করে মারজিয়া ও আনুচিং মাগিনি। দুটি গোল করে তহুরা খাতুন আর একটি গোল করে সাজেদা খাতুন। প্রথম খেলায় বাংলাদেশ দল ভারতকে হারায় ৩-১ গোলে। আগের খেলায় নেপালকে হারানোর কারণে গ্রুপে ভারত রানার্সআপ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *