ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় নারায়ণগঞ্জেরর আড়াইহাজার উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিকুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) নাজমা আশরাফি, কৃষি কর্মকর্তা মোহামদ আব্দুল কাদির, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলম, ওসি মো. সাখাওয়াত হোসেন, প্রকৌশলী মো. এহসানুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা মামুন মজুমদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান, সাংবাদিক এস এম প্রভাত, হারাধণ চন্দ্র দে, মাসুম বিল্লাহ প্রমুখ।
নির্বাচন কমিশনার মো. জাবেদ আলী বলেন, ‘আমরা নির্বাচনের আয়োজনকারী। নির্বাচন কমিশনের মূল কাজ হচ্ছে আইন ও বিধি মোতাবেক নির্বাচন সম্পন্ন করা। সকলের সহযোগিতায় যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম নির্বাচন কমিশন।’
তিনি আরও বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে তৃণমূল পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। এর মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী হবে। মনে রাখতে হবে, প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে শত্রুতা নয়।’
নির্বাচনের পরেও যাতে কোনো সহিংসতা না ঘটে তার জন্য বাড়তি ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান ওই নির্বাচন কমিশনার।
পরে মো. জাবেদ আলী উপজেলা সার্ভার স্টেশন পরিদর্শন করেন।