কুষ্টিয়ার সদর উপজেলার আলামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী সিরাজউদ্দিন শেখের সমর্থকের বাড়ি ঘেরাও করে হামলা চালিয়েছে আওয়ামী লীগের প্রার্থী আক্তারুজ্জামান বিশ্বাসের সমর্থকরা। এতে লাল্টু (৪০) নামে একজন নিহত হয়েছেন। নিহত লাল্টু সিরাজউদ্দিন শেখের কর্মী বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। আজ সকাল সাড়ে ৯টার দিকে আলামপুর ইউপির দহকুলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের লাশ পুলিশ উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ সকালে দহকুলা গ্রামে নৌকা প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বিশ্বাসের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সমর্থকদের বাড়ি ঘেরাও করে হামলা চালায়। প্রায় আধা ঘণ্টাব্যাপী দুই গ্রুপের সংঘর্ষ চলে। এসময় ধারালো অস্ত্রের আঘাতে ১০ জন গুরুতর আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতের হাসপাতালে নেয়ার পথে লাল্টু নামে একজন মারা যান। বাকি আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ সকালে দহকুলা গ্রামে নৌকা প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বিশ্বাসের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সমর্থকদের বাড়ি ঘেরাও করে হামলা চালায়। প্রায় আধা ঘণ্টাব্যাপী দুই গ্রুপের সংঘর্ষ চলে। এসময় ধারালো অস্ত্রের আঘাতে ১০ জন গুরুতর আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতের হাসপাতালে নেয়ার পথে লাল্টু নামে একজন মারা যান। বাকি আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।