ইউনিয়ন পরিষদ নির্বাচন এখন প্রশ্নবিদ্ধ নয় বরং গুলিব্ধি নির্বাচনে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ। আজ বেলা সাড়ে ১১ টায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে আজয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন-প্রশ্নবিদ্ধ নির্বাচন ও স্থানীয় শাসনব্যবস্থা শীর্ষক এ মতবিনিময় সভার আয়োজন করে গাভার্নেন্স এডভোকেসি ফোরাম। ড. তোফায়েল বলেন, এই নির্বাচনে প্রাণহানির হাফ সেনচুরি হয়েছে। বিনা প্রতিদ্বন্দি¦তা রেকর্ড পেরিয়েছে। হতাহতের সংখ্যা ৪ হাজার অতিক্রম করেছে। এক সময় জাতীয় নির্বাচন যেমনই ছিল না কেন, কিন্তু ইউপি নির্বাচন ছিল উৎসবের। এখন সেই উৎসব মুখর পরিবেশ নষ্ট হয়ে গেছে। এর দায় শুধু নির্বাচন কমিশনকে দিলেই হবে না। সরকারেরও দায় দায়িত্ব রয়েছে। সরকার ইসিকে সহায়তা না করলে সুষ্টু নির্বাচন সম্ভব নয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এমএম আকাশ, উন্নয়ন অধ্যায়ন বিভাগের অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম, ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুরশীদ প্রমুখ।