স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন বার্নিকাট

Slider জাতীয়

 

 

11671_thumbS_sd

 

 

 

 

 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। আজ বুধবার সচিবালয়ে গিয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন। বৈঠকের পর মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, সাম্প্রতিক হত্যাকা-গুলোর বিষয়ে কথা বলতে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। তিনি মন্ত্রীকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সব কটি হত্যাকা-ের নিন্দা জানায়।

আর জুলহাসের ঘটনাটি ব্যক্তিগত বিষয়ও বটে। প্রসঙ্গত, গত সোমবার কলাবাগানের বাসায় ঢুকে জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব রাব্বী তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। জুলহাজ যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা ইউএসএআইডিতে কর্মরত ছিলেন। এ ছাড়া তিনি মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা। মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ সরকার ও পুলিশের পক্ষে সাম্প্রতিক হত্যাকা-গুলো রোধ করা সম্ভব না। তাই এসব হত্যাকা- তদন্তে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *