হাসিনা-খালেদার দ্রুত সংলাপ চায় যুক্তরাষ্ট্র

Slider সারাবিশ্ব

2016_04_26_12_33_06_jDNvJyKde7S7jokvbrZ11IOsTBLmlV_original

 

 

 

 

 

যুক্তরাষ্ট্র : বাংলাদেশের সঙ্কট নিরসনে মার্কিন যুক্তরাষ্ট্র চায় আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা এবং বিএনপি প্রধান বেগম খালেদা জিয়া সামনা সামনি আলোচনা করে পদক্ষেপ নিন। বিগত নির্বাচন যেভাবে সম্পন্ন হয়েছে তাতে বাংলাদেশের জনগণের উদ্বেগ প্রশমিত করতে আলোচনাই উত্তম ও কার্যকর পথ। কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য স্টিভ শ্যাবোট বাংলাদেশের একটি প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎকালে একথা বলেন।

মার্কিন কংগ্রেসে ওহিও প্রথম ডিস্ট্রিক থেকে নির্বাচিত কংগ্রেসম্যান স্টিভ শ্যাবোট কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক কমিটির এবং দক্ষিণ এশিয়া বিষয়ক সাব-কমিটির সদস্য। তিনি দক্ষিণ এশিয়া বিষয়ক সাব-কমিটির দীর্ঘদিন চেয়ারম্যান থাকাকালে বিগত ৫ জানুয়ারির সংসদ নির্বাচনের পূর্বে নভেম্বরে বাংলাদেশ সফর করেন।

কংগ্রেসম্যান শ্যাবোট বলেন, ‘যুক্তরাস্ট্রের সাথে বাংলাদেশের জনগণের সম্পর্ক দীর্ঘদিনের এবং তা অনেক গভীর। বাংলাদেশের জনগণের জন্য আমার হৃদয়ে উষ্ণ অবস্থান রয়েছে।’

তিনি বলেন, ‘বিগত নির্বাচন যে প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে তাতে বাংলাদেশের জনগণের ভেতর প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ থেকে উত্তরণের জন্য রাজনৈতিক আলোচনার কোনো বিকল্প নেই। আর তা রাজনৈতিকভাবেই হতে হবে।’

স্টিভ শ্যাবোট বলেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক উন্নয়ন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জনগণের মধ্যে অধিকতর সহযোগিতার ক্ষেত্রে তৈরি করবে।’

ওয়াশিংটন ডিসির কংগ্রেস রেবন বিল্ডিংয়ে কংগ্রেসম্যান শ্যাবোটের সাথে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ প্রতিনিধি দলে ছিলেন বিএনপি চেয়ারপারসনের সাবেক বৈদেশিক উপদেষ্টা এবং বিশেষ দূত জাহিদ এফ সরদার সাদী, শহীদ বিপ্লবী সিরাজ সিকদারের ছেলে শুভ্র সিকদার, মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব জ্যাকব মিল্টন এবং বিএনপি নেত্রী নীরা রাব্বানী।

এ সময় স্টিভ শ্যাবোটকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা পৌঁছে দেন জাহিদ এফ সরদার সাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *