চলতি মৌসুমে ২৩ টাকা দরে প্রতি কেজি ধান ও ৩২ টাকা দরে প্রতি কেজি চাল কিনবে সরকার। আর এ বছর কৃষকদের কাছ থেকে মোট সাত লাখ টন ধান ও ছয় লাখ টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে।
আজ রোববার সচিবালয়ে খাদ্য পরিধারণ ও মূল্যায়ন কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সভাপতিত্ব করেন। বৈঠকে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত বছর সরকার ১লাখ টন ধান ও ১০লাখ টন চাল কিনেছিল। সে বছর ধান ২২টাকা ও চাল ৩২ টাকা দরে কেনা হয়।
আজ রোববার সচিবালয়ে খাদ্য পরিধারণ ও মূল্যায়ন কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সভাপতিত্ব করেন। বৈঠকে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত বছর সরকার ১লাখ টন ধান ও ১০লাখ টন চাল কিনেছিল। সে বছর ধান ২২টাকা ও চাল ৩২ টাকা দরে কেনা হয়।