গাজীপুরের শ্রীপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় কমপক্ষে ২০ জন আহত হয়েছে। রোববার বেলা ১১টায় উপজেলার বরমী ইউনিয়নের পরাজিত দুই মেম্বার প্রার্থী মারুফ শেখ মোক্তার ও শামীম আহমেদের সমর্থকের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন আবদুর রাজ্জাকের ছেলে রফিকুল ইসলাম (৫০), আব্দুস ছাত্তারের ছেলে শাকিব (২৪), মৃত আজম আলীর ছেলে নিজাম উদ্দিন (৪৫), সুলতানের ছেলে রহিম (১৯) ও করিম (৩৫), মৃত আব্দুল মতিনের ছেলে জমির উদ্দিনকে (৩৪) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত মৃত আব্দুস ছাত্তারের ছেলে সাকিব (২২), শিখন (২৬), মৃত জোবেদ আলী সরকারের ছেলে ফজলুল হক (৪০) ও অজ্ঞাত কমপক্ষে ১১ জনকে স্থানীয় ক্লিনিক ও শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আহত শহীদুল ইসলাম ও শিখন জানায়, প্রার্থী শামীমের সমর্থকেরা নির্বাচনী ফলাফল ঘোষণার পর থেকে প্রার্থী মারুফের সমর্থকদের হুমকি দিয়ে আসছিল। ঘটনার সময় স্থানীয় ঠাকুরতলা চৌরাস্তা এলাকায় প্রবেশ করলে শামীমের সমর্থকেরা মারুফের সমর্থকদের ওপর দা, লাঠি নিয়ে হামলা চালায়। এতে রফিকুল ইসলাম, সাকিব, নিজাম উদ্দিন মাথা ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত আহত হন। এ খবর গ্রামে ছড়িয়ে পড়লে শতাধিক গ্রামবাসী শামীমের সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে দুই পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন।