ইকুয়েডরে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫৪। এ সংখ্যা আরও বাড়ার আশংকা রয়েছে। এখনও নিখোঁজ রয়েছে কমপক্ষে ৫৮ জন। গত সপ্তাহে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে সেখানে।
ঝুঁকি মোকাবিলা বিষয়ক সচিবালয়ের ওয়েবসাইটে বরা হয়েছে, তারা ধ্বংসস্তূপের নিচ থেকে ১১৩ জনকে উদ্ধার করতে পেরেছে। বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে ২৫ হাজার মানুষ। শনিবার রাত থেকে সেখানে বার বার মৃদু ভূকম্পন অনুভূত হচ্ছে। ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোয়োয় বলেছেন, এ ভূমিকম্পে দেশটিতে ৩০০ কোটি ডলারের ক্ষতি হয়েছে। দেশের যে ক্ষতি হয়েছে তা পুনর্গঠনে অনেক বছর সময় লাগবে।