গাজীপুরে ১৭ আ.লীগ, ৩ বিদ্রোহী জয়ী

Slider জাতীয়

 

 

8425_thumbM_dd

 

 

 

 

 

 

গাজীপুর: তৃতীয় দফায় গাজীপুরের ৩টি উপজেলার ২০টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ১৭টিতে আওয়ামী লীগ ও ৩টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।

বিজয়ীরা হলেন, কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নে মো. শাখাওয়াত হোসেন প্রধান (নৌকা), দুর্গাপুর ইউনিয়নে এম এ গাফফার (নৌকা), চাঁদপুর ইউনিয়নে মিজানুর রহমান মাস্টার (নৌকা), তরগাঁও  ইউনিয়নে  আইয়ুবুর রহমান সিকদার (নৌকা), কড়িহাতা ইউনিয়নে মো. মাহবুবুল আলম মোড়ল (নৌকা), রায়েদ ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই (নৌকা), বারিষাব ইউনিয়নে আতাউজ্জামান বাবলু (নৌকা), ঘাগটিয়া ইউনিয়নে শাহীনুল আলম সেলিম (নৌকা), সম্মানিয়া ইউনিয়নে মো. শাহাদাত মাস্টার (নৌকা), সিংহশ্রী ইউনিয়নে আশরাফ উদ্দিন খান আল আমিন (আনারস, আওয়ামী লীগ বিদ্রোহী) ও টোক ইউনিয়নে শরীফ মো. ওয়াহিদ (আনারস, আওয়ামী লীগ বিদ্রোহী)।

শ্রীপুর উপজেলার মাওনায় ইউনিয়নে মো. জাহাঙ্গীর আলম খোকন (নৌকা), রাজাবাড়ী ইউনিয়নে ফারক হোসেন (নৌকা), প্রহলাদপুর ইউনিয়নে নুরুল ইসলাম (নৌকা), তেলিহাটি ইউনিয়নে আ. বাতের সরকার (নৌকা), গাজীপুর ইউনিয়নে নুরুল ইসলাম (নৌকা), বরমী ইউনিয়নে বাদল সরকার (নৌকা), কাওরাইদ ইউনিয়নে রফিকুল ইসলাম মন্ডল (নৌকা) ও গোসিঙ্গা ইউনিয়নে শাহজাহান সরকার (নৌকা)।

গাজীপুর সদর উপজেলার বাড়ীয়া ইউনিয়নে আক্তারুজ্জামান (আনারস, আওয়ামী লীগ বিদ্রোহী)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *