আচরণবিধি লঙ্ঘনে ২৯ জনের অর্থদণ্ড

Slider বাংলার আদালত

 

 

2016_01_31_22_59_24_R3jUznfTDXBGaHTkCDlGt6wkHuotjw_original

 

 

 

 

 

লক্ষ্মীপুর: জেলার রায়পুরে ৩টি ইউনিয়নে নির্বাচনী আচরণবিধি লঙ্গণ করায় ২৯ জনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট এ অর্থদণ্ড দিয়ে তাদের কাছ থেকে ১ লাখ ২৪ হাজার ৩শ টাকা আদায় করেন। এরা সবাই ছাত্রলীগ ও যুবলীগের কর্মী বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

রায়পুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমীন আলম জানান, উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবগা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মোটরসাইকেল মহড়া দেয়ায় ৯ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে ৯০ হাজার টাকা আদায় করা হয়েছে।

এদিকে অপর দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসেন জানান, নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে মোটরসাইকেল মহড়া, ভোটকেন্দ্রের আশপাশে অবৈধভাবে ঘোরাফেরা করাসহ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় আরো ২০ জনের কাছ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৪ হাজার ৩শ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *