মায়ের সংবাদ সম্মেলন ‘আমাকে জেলে নিয়ে মাহমুদুরকে মুক্তি দিন’

Slider জাতীয়

 

 

 

11013_mah

 

 

 

 

 

আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক কারাবন্দি মাহমুদুর রহমানের মুক্তি দাবি করেছেন তার মা অধ্যাপিকা মাহমুদা বেগম। তিনি প্রধানমন্ত্রীর প্রতি এ দাবি জানিয়ে বলেছেন, দীর্ঘদিন জেলে আটক রেখেও পরিতৃপ্ত না হয়ে থাকলে আমাকে জেলে নেয়ার বিনিময়ে আমার নিরাপরাধ সন্তানকে মুক্তি দিন। শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে মাহমুদুর রহমানের বিরুদ্ধে শোন অ্যারেস্ট ও রিমান্ডের প্রতিবাদে আমার দেশ পরিবারের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। অধ্যাপিকা মাহমুদা বেগম বলেন, বাংলাদেশের একজন বিবেকবান মানুষও কি বিশ্বাস করবেন শফিক রেহমান ও মাহমুদুর রহমান মিলে মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী সজীব ওয়াজেদ জয়কে অপহণের পরিকল্পনা করবেন? দু’জনই কি একেবারে নির্বোধ? বাংলাদেশের জনগণতো জানে সজীব ওয়াজেদ জয়সহ প্রধানমন্ত্রীর পরিবারের সকল সদস্য এসএসএফ নিরাপত্তায় থাকেন। সেই এসএসএফ এবং ভিভিআইপি নিরাপত্তার মধ্যে অপহরণের কল্পকাহিনী কি আদৌ বিশ্বাসযোগ্য? আমি দৃঢ়তার সঙ্গে বলতে চাই প্রধানমন্ত্রীর পূত্র সংশ্লিষ্ট কোনো ষড়যন্ত্রের সঙ্গে আমার ছেলের কোন সংশ্রব নেই। মাহমুদুর রহমানের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করে কান্নাজড়িৎ কন্ঠে বলেন, ২০০৬ সালে মাহমুদুর রহমান সরকারি দায়িত্ব পালন সমাপ্ত করে আজ পযর্ন্ত একেবারের জন্যও মার্কিন যুক্তরাষ্ট্রে যাননি। পুলিশ ২০১১ সালের কল্প কাহিনী সাজিয়েছে। প্রধানমন্ত্রী এবং তার পুত্রের বক্তব্য এবং মিডিয়ার খবর বরাত দিয়ে পুলিশের দাবি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট নাকি কথিত অপহরণের বিষয়ে বাংলাদেশ সরকারের নিকট তথ্য প্রদান করেছে। তিনি বলেন, আমি নিশ্চিত যে জাস্টিস ডিপার্টমেন্ট যদি কোন তথ্য বাংলাদেশ সরকারের নিকট প্রদান করেও থাকে সেখানে আমার ছেলের নাম নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *