ঢাকা: ঢাকার সদরঘাটে নৌযান শ্রমিকদের কর্মবিরতি চলাকালে তাদের সঙ্গে ঘাট শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। এসময় ঘাট শ্রমিকদের পিটুনিতে ৩ নৌযান শ্রমিক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) সন্ধ্যায় নৌযান শ্রমিকদের কর্মবিরতির সমর্থনে মিছিল বের হলে এ সংঘর্ষ হয়।
সর্বনিম্ন মজুরি ১১ হাজার টাকা নির্ধারণ ও গ্রহণযোগ্য পে স্কেল ঘোষণাসহ ৭ দফা দাবি আদায়ে বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মসূচির সমর্থনে নৌযান শ্রমিকরা মিছিল বের করলে তাদের ধাওয়া করেন ঘাট শ্রমিকরা। এ সময় নৌযান শ্রমিকদের মিছিলে থাকা তিন জনকে ধরে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেন তারা।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, মিছিলের পেছনে পুলিশের গাড়ি থাকলেও উভয়পক্ষের মধ্যে প্রায় ১০ মিনিট ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার প্রধান উপদেষ্টা গোলাম কিবরিয়া টিপু বলেন, আমরা কোনো ধর্মঘট ডাকিনি। শ্রমিকরা ধর্মঘট ডাকলেও বিকেলে লঞ্চ চলছে।
তিনি আরও জানান, সন্ধ্যা পর্যন্ত পৃথক পৃথক রুটে ৩টি লঞ্চ ছেড়ে গেছে। বৃহস্পতিবার ১৫টি ছাড়া হবে বলে আশা করা হচ্ছে।