গাজীপুর অফিস: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেনীর গেজেটেড পদমর্যাদা বাস্তবায়ন ও বেতন স্কেলের বৈষম্য দূর করে প্রবেশ পদে জাতীয় বেতন স্কেলে ১০ম গ্রেড অন্তর্ভ করা, করেসপন্ডিং স্কেলে বেতন নির্ধারণের জটিলতা নিরসন, প্রধান শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতির বিধান চালু করা সহ ৫ দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্বারকলিপি দেয়া হয়েছে।
বৃহসপতিবার বিকেলে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক মানববন্ধন শেষে ওই স্বারকলিপি দেয়া হয়। সংগঠনের কেন্দ্রিয় কমিটির আহবায়ক রিয়াজ পারভেজ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়।