সিরাজগঞ্জে এক কিশোরীকে (১৫) ৫ বন্ধু মিলে গণধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের ভাটপিয়ারি এলাকায় বুধবার রাতে এ ঘটনা ঘটে। অসুস্থ্য অবস্থায় ওই কিশোরীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নির্যাতিত কিশোরীর বড় ভাই অভিযোগ করে বলেন, ভাটপিয়ারী গ্রামের ভুট্টু খার ছেলে রাসেলের সঙ্গে তার ছোট বোনের প্রেমের সর্ম্পক ছিল। বিয়ের কথা বলে বুধবার বিকেলে ছোট বোনকে যমুনার চরে নিয়ে যায় রাসেল। সেখানে রাসেল ও তার ৪ বন্ধু একই গ্রামের ময়দান আলীর ছেলে সোহেল, সিদ্দিকের ছেলে নুরু, সুলতানের ছেলে নাজমুল হোসেন ও রাজ্জাক পালাক্রমে ধর্ষণ করে অসুস্থ্য অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। বৃহস্পতিবার ভোরে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধারের পর সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক আঞ্জুমান আরা বকুল দুপুরে জানান, নির্যাতিত কিশোরীকে ডাক্তারী পরীক্ষা করা হয়েছে। আরও কিছু পরীক্ষা করাতে হবে। তাকে গাইনী ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। সদর থানার উপ-পরিদর্শক নুরুল ইসলাম জানান, দুপুরে ধর্ষিতা কিশোরীর ভাই বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।