বদলগাছিতে চুনাপাথর খনির সন্ধান

Slider অর্থ ও বাণিজ্য

 

e_207414

 

 

 

 

 

 

 

নওগাঁর বদলগাছি উপজেলায় একটি চুনাপাথর খনির সন্ধান পাওয়া গেছে।

উপজেলার বিলাসপুর ইউনিয়নের কাঁচপুর গ্রামে এ খনির সন্ধান পাওয়ার কথা বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
তিনি জানান, খনিটি ভূপৃষ্ঠ থেকে ২২শ’ ১৪ ফুট গভীরে। এটি প্রায় ৫০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত। খনি সন্ধানের কাজ করেছে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদফতর (জিএসবি)।

জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, খনিটি বাণিজ্যিকভাবে লাভজনক হবে কিনা সে বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। তবে যেহেতু এটি ভূপৃষ্ঠ থেকে খুব বেশি গভীরে নয়, তাই এই খনি থেকে চুনাপাথর উত্তোলন বাণিজ্যিকভাবে লাভজনক হবে বলে আশা করা যায়।

তিনি বলেন, দেশে সিনেন্ট তৈরির কাঁচামাল হিসেবে চুনাপাথর ব্যবহার হয় এবং বিদেশ থেকে আমদানি করে ওই চাহিদা মেটানো হয়। এই খনি থেকে উত্তোলন শুরু হলে সিমেন্টের কাঁচামাল চুনাপাথর আমদানি করতে হবে না, বরং রফতানি করা সম্ভব হবে।

দেড় থেকে দুই বছরের মধ্যে এই নবআবিষ্কৃত খনি থেকে চুনাপাথর উত্তোলন শুরু হবে বলেও জানান প্রতিমন্ত্রী বিপু।

তিনি আরও বলেন, বদলগাছির খনি থেকে সুড়ঙ্গ পদ্ধতিতে চুনাপাথর উত্তোলনের কথা ভাবা হচ্ছে।

এর আগে ১৯৬৩ সালে জয়পুরহাটে এমন চুনাপাথরের খনি আবিষ্কৃত হয়েছিলো। তবে তা বাণিজ্যিকভাবে উত্তোলন সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *