গাজীপুরের শ্রীপুরে র্যাবের গাড়ী থেকে লাফিয়ে পড়ে এক আসামীর মৃত্যু হয়েছে। তার নাম রাসেল (২০) সে শ্রীপুরের গাড়ারণ এলাকার মোহাম্মদ আলীল ছেলে। বুধবার ভোর পাঁচটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ের শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকায় এ ঘটনা ঘটে। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালুল ইসলাম জানান, রাসেল শ্রীপুর থানার নারী অপহরণ ও হত্যা মামলায় অভিযুক্ত।
বুধবার ভোরে র্যাব সদস্যরা তাকে আটক করে তাদের গাড়িতে উঠিয়ে নিয়ে যাচ্ছিল। এসময় গাড়ি থেকে লাফিয়ে পড়ে পালানোর চেষ্টা করে ঘটনাস্থলেই সে মারা যায়। তার লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শ্রীপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।