গাজীপুরের কালিয়াকৈরে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে ডাকাতির ঘটনায় মুলপরিকল্পনাকারী রুবেলসহ নয়জনকে আটক করেছে র্যাব। এসময় ৯ লাখ টাকা ও অস্ত্র উদ্ধার করা হয়।
মঙ্গলবার রাতে ঢাকা ও গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বুধবার র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর ১টায় রাজধানীর উত্তরায় র্যাব সদর দফতরে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।
প্রসঙ্গত, গত ২ মার্চ রাতে কালিয়াকৈরে হরিণহাটি এলাকায় ডাচ-বাংলা ব্যাংকের একটি ফাস্ট ট্র্যাক এটিএম বুথের জন্য ব্যাংকের টাকা নিয়ে আসে মানি প্লান্ট নামের একটি নিরাপত্তা প্রতিষ্ঠান। টাকা নিয়ে বুথের ভেতরে অবস্থানকালে একটি পিকআপ ভ্যানে করে আসা ১০-১২ জন সশস্ত্র দুর্বৃত্ত বুথে হামলা চালায়। এসময় তারা ১ কোটি ৮৪ লাখ টাকা ভর্তি দুটি ট্রাঙ্ক লুটে নিয়ে যায়। পরে বৃহস্পতিবার ময়মনসিংহের ফুলবাড়িয়ায় একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় ওই দুই ট্রাঙ্ক উদ্ধার করা হয়। তবে ট্রাঙ্কে কোনো টাকা ছিল না।

