রাজধানীর ইস্কাটনে বিএনপি-ঘনিষ্ঠ এই সাংবাদিকের বাসা থেকে বেশ কিছু নথিপত্রও জব্দ করেছে ডিবি।
মঙ্গলবার দুপুরের পর রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে এ কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম।
তিনি বলেন, ‘দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শফিক রেহমানের বাসায় তল্লাশি করা হয়েছে। সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ করা হয়েছে।’
শফিক রেহমানকে নিয়েই পুলিশ তার বাসায় তল্লাশি চালায় বলে জানান তিনি। এ সময় শফিক রেহমান তার স্ত্রী তালেয়া রেহমানের সঙ্গে কথা বলেন।
অতিরিক্ত কমিশনার মনিরুল আরও বলেন, ‘রিমান্ডে শফিক রেহমান জয় হত্যা চেষ্টার পরিকল্পনার বিষয়ে একাধিক বৈঠকে যোগ দেওয়ার কথা স্বীকার করেছেন। বৈঠকে যারা ওই পরিকল্পনায় অংশ নেবে তারাও উপস্থিত ছিলেন।’
তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত বলা যাচ্ছে না বলেও জানান তিনি।
গত শনিবার রাজধানীর ইস্কাটনের বাসা থেকে সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার করা হয়। পরে আদালতে নেওয়া হলে তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।