ফরিদপুরে ট্রেনের ধাক্কায় নসিমনের (স্থানীয়ভাবে পরিচিত তিন চাকার যান) যাত্রী দুই শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন চারজন।
তারা হলো, শোয়াইব (৮) ও ইতুল (৭)।
শোয়াইব লক্ষণদিয়া গ্রামের সাজ্জাদ খান সান্টুর ছেলে ও ইতুল একই গ্রামের গফফার শেখের ছেলে।
সোমবার মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের লক্ষণদিয়া গেটে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধুখালী উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে মাঠ থেকে ধান বোঝাই করে নসিমনটি রেললাইন পার হচ্ছিল। এ সময় ভাটিয়াপাড়া থেকে কালুখালীগামী একটি ট্রেন নসিমনটিকে ধাক্কা দিলে হতাহতের এ ঘটনা ঘটে।
মধুখালী থানার ওসি রুহুল আমীন বিষয়টি নিশ্চিত করে জানান, রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।