শ্রীপুরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অনাস্থা

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ সারাদেশ

Oniom-50
শারমিন সরকার
বুারো চীফ
শ্রীপুর অফিস: শ্রীপুরে তেলিহাটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফসার উদ্দিন বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাত,অনিয়ম,দূর্নীতি,স্বজনপ্রীতি ও পরিষদের ৮ সদস্যের স্বাক্ষর জাল করে  টাকা উত্তোলন করার অভিযোগে তাকে অনাস্থা দেয়া হয়েছে।

সোমবার ওই ইউপির ৮ সদস্যের স্বাক্ষর করা অভিযোগ পত্র গাজীপুর জেলা প্রশাসক বরাবরে দাখিলের মাধ্যমে  ওই অনাস্থা দেয়া হয়।

জানা যায়, উপজেলার তেলিহাটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: আফসার উদ্দিন ক্ষমতার অপব্যবহার করে উক্ত ইউপির বিভিন্ন ওয়ার্ডের  বেশ কয়েকটি প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন তার অদক্ষ কর্মকান্ডে, একনায়কতন্ত্রে ও স্বজনপ্রীতিতে ইউনিয়নবাসী ক্ষতিগ্রন্থ হয়েছে। এতে উক্ত ইউনিয়ন পরিষদের সুনাম ক্ষুন্ন হয়েছে। তার নিষ্ঠুরতায় ও অপকর্মে ইউনিয়নের জনসাধারন ও পরিষদের নির্বাচিত সদস্যগন তার উপর আস্থা হারিয়েছেন। তাঁকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দিয়ে তৎস্থলে উক্ত পরিষদের সদস্য ফজলুল হককে ভারপ্রাপ্ত চয়ারম্যানের দায়িত্ব দিতে উক্ত ইউপির ৮ সদস্যদের স্বক্ষর করা অভিযোগপত্র গাজীপুর জেলা প্রশাসক বরাবর দাখিল করা হয়েছে।

ইউপি সদস্য শফিকুল ইসলাম,মিয়া হোসেন, আইনুল হক, জয়নাল আবেদীন, ফজলুল হক প্রধান, ইকবাল সরকার, মোসা: রেনুকা বেগম ও সুলতানা জানান, বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আফসার উদ্দিন পরিষদের গ্রাম আদালত,শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদের পুরস্কারের টাকাসহ বেশ কয়েকটি প্রকল্পের টাকা আমাদের স্বাক্ষর জাল করে উত্তোলনের পর আত্মসাৎ করেছে। এব্যাপারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আফসার উদ্দিনের মুঠো ফোনে বার-বার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *