অবশেষে ৫০০ গোলের বিরল মাইলফক স্পর্শ করলেন লিওনেল মেসি। স্প্যানিশ লা-লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে দলের পক্ষে একমাত্র গোলটি করে এই কৃতিত্ব দেখালেন তিনি। তবে তার গৌরবের এই দিনে বার্সেলোনা হেরেছে ২-১ গোলে।
এদিনের আগে ক্লাবের হয়ে সর্বশেষ তিনি গোল দেখেছিলেন ১৬ মার্চ। ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগে আর্সেনালের বিপক্ষের ওই গোলটির পর ছিলেন মলিন। এরপর ৩০ মার্চ দেশের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বে বলিভিয়ার বিপক্ষে পেনাল্টিতে করেন একটি গোল। সেটি ছিল দেশের হয়ে তার ৫০তম গোল। আর সব মিলিয়ে ক্যারিয়ারের ৪৯৯তম। ফুটবলের দর্শকরা তখন থেকেই অপেক্ষায় মেসির ৫০০তম গোলের।
কিন্তু একের পর এক হতাশ করে যান আর্জেন্টাইন এ স্ট্রাইকার। এরপর ১৮ দিনে টানা ৫ ম্যাচ ও ৫১৫ মিনিট থাকলেন গোলশূন্য। বিরল এ মাইলফলকের সামনে এসে পড়েন গোলখরায়। সর্বশেষ তিনি এমন গোলহীন ছিলেন ২০০৮ সালে। তবে শেষ পর্যন্ত তিনি ৫০০তম গোল করলেন ভ্যালেন্সিয়ার বিপক্ষে। এতে বার্সেলোনার হয়ে ৫২১ ম্যাচে ৪৫০ ও আর্জেন্টিনার হয়ে ১০৭ ম্যাচে তার গোল ৫০। তার ৫০০ গোলের ৫১ শতাংশ অর্থাৎ ২৫৪ গোল এসেছে নিজেদের মাঠে।