চট্টগ্রাম: চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে বন্দুকযুদ্ধে ২ জন নিহত হয়েছেন।
সোমবার (১৮ এপ্রিল) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে ৫টি পিস্তল, ৩টি এলজি এবং গুলিসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
র্যাবের চট্টগ্রাম জোনের পরিচালক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ জানান, মিরসরাইয়ের জোরারগঞ্জে একদল লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবরে সেখানে অভিযান চালানো হয়। এসময় ডাকাতরা র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এসময় ঘটনাস্থলে ২ ডাকাত নিহত হয়।
তিনি আরও জানান, ২৮ ফেব্রুয়ারি জোরারগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতি ঘটনা ঘটে। ওই ঘটনায় নেতৃত্বদানকারীও বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। তবে তার নামপরিচয় জানাতে পারেননি তিনি।