স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: গাজীপুরের নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা হয়েছে। সভা শেষে সাংবাদিকেরা পুলিশ সুপার কার্যালয়ের সামনে সাংবাদিক নির্যাতন ও হয়রানীর প্রতিবাদে ও নামধারী সাংবাদিকদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন।
সোমবার বেলা ১২টায় গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা হয়।
গাজীপুরের নাবগত পুলিশ সুপার মোঃ হারুনর রশিদ সাংবাদিকদের নিকট তার পরিচয় উপস্থাপন করেন। সভা পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ দেলোয়ার হোসেন।
মতবিনিময় সভা শেষে পুলিশ সুপারকে গাজীপুর প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
মত বিনিময় সভা শেষে পুলিশ সুপার কার্যালয়ের সামনে মানবজমিনের সিলেটে কর্মরত সিনিয়র সাংবাদিক চৌধুরী মোমতাজ আহমেদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও গাজীপুরের নামধারী সাংবাদিকদের প্রেফতারের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গাজীপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মোড়ল(চ্যানেল আই), সাবেক সভাপতি নাসির আহমেদ(এনটিভি), ইকবাল আহমেদ সরকার(একাত্তর টিভি/মানবজমিন), সাধারণ সম্পাদক এ কে এম রিপন আনসারী(বাংলানিউজ), সিনিয়র সাংবাদিক নাজিম উদ্দিন সরকার(গনমূখ), প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক আতিকুর রহমান আমিন(মোহনা টিভি), ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম(চ্যানেল টোয়েন্টিফোর) নির্বাহী সদস্য শফিকুল ইসলাম টিটু(সময় টিভি), নির্বাহী সদস্য মহিন উদ্দিন রিপন(মাইটিভি), নির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মামুন(জিটিভি),সম্মানিত সদস্য শামসুল হক ভূইয়া(মানবকন্ঠ), হুসাইন আলী বাবু(এশিয়ান টিভি), কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি প্রফেসর মোখলেছুর রহমান(ইনকিলাব), সাধারণ সম্পাদক মোঃ আলামিন দেওয়ান, কালিয়াকৈর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি আমিনুল ইসলাম এবং বাংলাদেশ জাতীয় প্রেসক্লাব গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এম এ কবির প্রমূখ।