ঢাকা: টি২০ বিশ্বকাপের পর ছুটি কাটাতে পরিবারসহ কাশ্মির গিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। গত শুক্রবার দেশে ফিরেছেন তিনি। এরপরই নেমে পড়েছেন অনুশীলনে।
সেটা জাতীয় দলের হয়ে নয়। আগামী ২২ এপ্রিল থেকে মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট। এবার মাশরাফিকে দলে টেনেছে কলাবাগান ক্রীড়া চক্র। শনিবার প্রথমবারের মতো দলের সঙ্গে অনুশীলন করেন তিনি।
মাশরাফির ভাগ্যটা একটু খারাপই। প্রথম সারির ক্লাবগুলোতে তার জায়গা হয়নি। প্লেয়ার্স বাই চয়েজে তাকে নিয়েছে কলাবাগান ক্রীড়া চক্র। তবে মাঝারি মানের এমন দল নিয়েও লড়াই করার দৃঢ় চেতনা মাশরাফির। শনিবার কলাবাগানের হয়ে প্রথমে জিম সেশনে অংশ নেন মাশরাফি। এরপর নেটে প্রায় ২০ মিনিটের মত ব্যাটিংটা ঝালিয়ে নেন নড়াইল এক্সপ্রেস।
এরপর সাংবাদিকদের সঙ্গে গল্প করে সময় কাটান মাশরাফি। কলাবাগানে মাশরাফির সতীর্থ হিসাবে আছেন অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক।