শারমিন সরকার
ব্যুারো চীফ
শ্রীপুর অফিস: পোশাক শিল্প রপ্তানীতে বাংলাদেশ বিশ্বের দরবারে মালয়েশিয়ার মতো অর্থনৈতিক সমৃদ্ধ দেশে পরিণত হবে বলে মন্তব্য করেন বাংলাদেশস্থ মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজিনা।
শনিবার দুপুরে উপজেলার ধলাদিয়া এলাকায় “ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেড” পোষাক তৈরী কারখানা পরিদর্শন করতে এসে এ মন্তব্য করেন। কারখানা পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূতের সাথে উপস্থিত ছিলেন,ইউএস এইডের পরিচালক জেনিনা জারুজেলস্কি(ঔধহরহধ লধৎুঁবষংশর), ডার্ড কম্পোজিট লিমিটেডের চেয়ারম্যান ইতেমা উদ-দৌলা, ব্যবস্থাপনা পরিচালক নাবিল-উদ-দৌলা প্রমুখ।
জিএসপি সুবিধা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মজিনা বলেন, ওবামা প্রশাসন দীর্ঘ প্রক্রিয়ায় এদেশে জিএসপি সুবিধা স্থগিত করেছে। এটি পুর্নবহালে মার্কিন প্রশাসন বালাদেশ সরকারকে কিছু কর্ম পরিকল্পনা দিয়েছে।এসব কর্মপরিকল্পনার অনেক কিছু উন্নতি ও অগ্রগতি হয়েছে, পুরো কর্মপরিকল্পনা/রোডম্যাপ বাস্তবায়িত হলে বাংলাদেশ সবার কাছে একটি গ্রহণযোগ্য ব্র্যান্ডে পরিণত হবে, পৃথিবীর মধ্যে একটি সর্ববৃহৎ ব্র্যান্ডে পরিণত হবে।