বাংলাদেশে আইএসের ঘাঁটি নেই

Slider জাতীয়

 

10015_f4

 

 

 

 

 

 

বাংলাদেশে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) কোনো ঘাঁটি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে বাংলাদেশে জঙ্গিবাদ প্রতিষ্ঠার জন্য দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে বলে তিনি দাবি করেন। গতকাল সকালে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। উল্লেখ্য, আইএস’র প্রকাশনা ‘দাবিক’-এর ১৪তম সংখ্যায় আইএস’র কথিত বাংলাদেশ প্রধান শেখ আবু ইব্রাহিম আল-হানিফের সাক্ষাৎকার প্রকাশিত হয়। ওই সাক্ষাৎকারে আল-হানিফ বলেন, ভূ-অবস্থানগত কারণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকেই ঘাঁটি বানানোর জন্য তাদের পছন্দ; ওই ঘাঁটি থেকেই তারা ভারতে হামলা চালাতে চায়। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে  চাইলে তিনি বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশে আইএস’র কোনো ঘাঁটি নেই। কোনো সংগঠন বাংলাদেশে নেই।’ তিনি বলেন, ‘আইএসকে হয়তো অল্প দু’-একজন বিশ্বাস করতে পারে। কোনো বিদেশি মতাদর্শের লোক এই দেশে ঘাঁটি গেড়ে অন্য দেশে আক্রমণ করবে, সেটা হবে না।’ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের জঙ্গি সংগঠনের সহযোগিতায় পার্শ্ববর্তী দেশের আক্রমণের সুযোগ দেয়া হবে না। সংখ্যালঘুদের আক্রমণ আমাদের ইসলাম ধর্ম প্রশ্রয় দেয় না। কাজেই যারা এগুলো বলে, তারা ইসলাম ধর্মের তো নয়ই, এরা মানবতার শত্রু। আমি আগেও বলেছি, এখনও বলছি, এগুলো আন্তর্জাতিক ষড়যন্ত্র।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *