প্রথম দফায় যে দুই দিন ভোট গ্রহণ হয়েছে, তাতে প্রবল হিংসাত্মক ঘটনা নিয়ে অজস্র অভিযোগ জমা পড়েছিল কমিশনে। পরিস্থিতি খতিয়ে দেখতে কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ বৃহস্পতিবার সকাল থেকে দফায় দফায় বৈঠক করে রাজ্য প্রশাসন এবং রাজনৈতিকদলগুলির সঙ্গে। বিশিষ্টজনের সঙ্গেও দেখা করেন জাইদি।
এরপর সাংবাদিক বৈঠক করে শাসক দল এবং তৃণমূল দলনেত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপের কথা ঘোষণা করে কমিশন। নাসিম জাইদি বলেন, ‘আসানসোলে নির্বাচনী জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছেন, পৃথক আসানসোল জেলা তৈরি করা হবে। নির্বাচন চলাকালীন এমন প্রতিশ্রুতি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আচরণ বিধি ভেঙেছেন। তাই তাকে শোকজ করা হচ্ছে।’
এদিন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণের জন্য রাজ্যের প্রশাসনকে সতর্ক করেছে কমিশন।