আজ এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন মুক্তচিন্তা এখন ফ্যাশন। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে কোট “ যারা ধর্ম সম্পর্কে ‘নোংরা’ কথা লিখেন তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এখন একটা ফ্যাশন দাঁড়িয়েছে যে, ধর্মের বিরুদ্ধে কিছু লিখলেই তারা মুক্তচিন্তার ধারক! কিন্তু আমি এখানে কোনো মুক্ত চিন্তা দেখি না। আমি দেখি নোংরামি।’ ধর্মের সম্পর্কে কেউ নোংরা কথা লিখলে তা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি করেছেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার গণভবনে আওয়ামী লীগের নেতাকর্মীরা নববর্ষের শুভেচ্ছা জানাতে এলে তাদের উদ্দেশে এ কথা বলেন প্রধানমন্ত্রী । তিনি বলেন, যাকে আমি নবী মানি তার সম্পর্কে নোংরা কেউ যদি লেখে সেটা কখনো আমাদের কাছে গ্রহণযোগ্য না। প্রধানমন্ত্রী বলেন নোংরা কথা, পর্ণ কথা এগুলো কেন লিখবে? এটা তো সম্পূর্ণ নোংরা মনের পরিচয়। আবার একজন লিখলে আরেকজন খুন করে প্রতিশোধ নিবে এটা তো ইসলাম ধর্ম বলেনি। “
রাষ্ট্রের প্রধান নির্বাহী এমন কথা বলবেন এটা স্বাভাবিক। কিন্তু প্রধানমন্ত্রী ধর্মীয় নোংরামীর বিষয়ে এ ধরণের হুসিয়ারী আগে দিলে ভাল হত। কারণ মুক্ত চিন্তার নামে এক শ্রেনীর মানুষ ধর্মকে কটাক্ষ করে খুন হয়েছেন। যারা ধর্মকে কটাক্ষ করেন ও কটাক্ষ করার কারণে যারা খুন করেন দুই পক্ষই অপরাধী যা ইসলাম সমর্থন করে না। চমৎকার কথা। এই কথা গুলো প্রধানমন্ত্রী আগে শক্ত করে বললে হয়তবা এই ধরণের খুন খারাবী বা নোংরা লেখালেখি কম হত। দেরিতে বললেও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।
ড. এ কে এম রিপন আনসারী
এডিটর ইনচীফ
গ্রামবাংলানিউজটোয়েন্টিফোরডটকম