১৬ বছর পর প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল সায়েনুরি পার্টি। পার্লামেন্টের ৩০০ আসনের মধ্যে সায়েনুরি পার্টি ১২২টি আসনে জয় পেয়েছে, অপরদিকে বিরোধীদল মিনজো পার্টি জয় পেয়েছে ১২৩টি আসনে।
দেশটির ক্ষমতাসীন দলের সংখ্যাগরিষ্ঠতা হারানোর বিষয়ে বিশ্লেষকরা বলছেন, দেশের অর্থনীতি নিয়ে অসন্তোষের কারণেই সম্ভবত ভোটারদের সমর্থন হারিয়েছে সরকার। এছাড়া চাকরিচ্যুত কর্মজীবীদের আইনি সুরক্ষা দুর্বল করার সরকারি উদ্যোগ এবং বিরোধীদের দমন-পীড়নের নীতিও প্রেসিডেন্ট পার্কের বিপক্ষে গেছে বলে ধারণা করা হচ্ছে।
অপরদিকে তুলনামূলকভাবে অন্যান্য বিরোধীদলও ভালো ফল করেছে। পিপলস পার্টি ৩৮টি আসন এবং জাস্টিস পার্টি ছয়টি আসন পেতে যাচ্ছে।
অপরদিকে তুলনামূলকভাবে অন্যান্য বিরোধীদলও ভালো ফল করেছে। পিপলস পার্টি ৩৮টি আসন এবং জাস্টিস পার্টি ছয়টি আসন পেতে যাচ্ছে।