চোখ বন্ধ অন্ধকার একলাবেশে
নিস্তেজ ক্লান্ত এ এক ভয়ানক বিষন্বতা
তুমি নেই এই মৃত্যু যন্ত্রণার পাশে
মনে পড়ে শেষ বিকেলের সেই যাত্রার
বিরহ বেদনার আলিক্ষণ নিছক
গভীর অগাধ তৃপ্তিময় এবং ভালোবাসার
জানালার গ্রীল ধরে দাড়িয়ে একা
কি ভাবছ জীবনের জীর্নতা কলুষতা
নাকি সেই সংকীর্ণ মনুষত্ব সেত বোকা
দাড়াও মেরুদন্ড সোজা করে
পার্থীব স্বাচ্ছ্যন্ধ চেয়ে দেখো
দু:খ ক্ষুধা সরে যাবে বহুদূরে
মোর উল্লাসে কাঁপনি ধরে হৃদয়টায়
কালো মেঘ আবারও ঝাপটে ধরে
কেটে যায় আধার ফিরে চাই সেই আশায়
মধুর স্বপ্ন নিখুত স্বপন দেখায়
রাজ দরবারে রাজার বেশে
সত্যি কি তাই না ভোর হলে নি:স্ব অসহায়
বাস্তবের বাস্তবতায় এখন কাঁদিনা
জ্বালাময় স্বপ্ন আর জ্বালা দিতে আসেনা
প্রকৃতির নির্ঝাস ঝরের রাতকে মানিনা
এখন শুধু কিছু চাওয়া পাওয়ার আকুতি
মনের ছায়ায় ইচ্ছা জাগে গোপনে সংগোপনে
মনে ভয় তবুও সে যে ভালোবাসার মিনতি