পুরাতন বছরকে বিদায় দিতে ও নতুন বছরকে স্বাগত জানানোর মহেন্দ্রক্ষনে ভূমিকম্পে কেঁপে উঠল দেশ। মানুষ দৌঁড়ে ছুটোছুটি করতে লাগল জীবন বাঁচাতে। দুই সালের শুভক্ষনে অপ্রত্যাশিত এই প্রাকৃতিক দূর্যোগ আমাদের কি ধরণের প্রাকৃতিক বার্তা দিল তা একমাত্র সৃষ্টিকর্তাই জানেন। ধর্মীয় দিক থেকে বলতে গেলে বলা উচিত দেশে অনাচার ব্যাভিচার বেড়ে গেলে এই ধরণের বার্তা আসে যেন সৃষ্টজীব সতর্ক হয়ে যায়।
চুন খেয়ে মুখ পুঁড়লে দই দেখলে ভয় করে এই দিক বিবেচনায় বলতে হয়, আমরা অতিমাত্রায় অন্যায়কারী হয়ে গেছি। মিথ্যা কথা বলছি। মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছি। নিয়মিতভাবেই প্রতিজ্ঞা ভঙ্গ করছি। চলমান অপরাধের নতুন নতুন ধরণ ও মাত্রা বলে দিচ্ছে যে আমরা সীমাহীন অনৈতিক কাজ করছি। পারস্পরিক সম্মান ও শ্রদ্ধাবোধ হ্রাস পাচ্ছে আমাদের। বিশ্বাস ও সৌহার্দতা সমাজে অনুপস্থিত। তাই আমাদের রাষ্ট্র ব্যবস্থায়ও সংস্কার করতে হবে। সার্বিকভাবে আমাদের নীতি ও নৈতিকতার আমূল পরিবর্তন করতে হবে।
আমাদের মনে রাখতে হবে, যে সাল গেল আর যে সাল আসল উভয় সালই আমাদের হুমকি দিয়ে গেলে যে আমরা বিপদসীমা ছেড়ে গেছি। আমাদের অবশ্যই সতর্ক হওয়া উচিত।
ড. এ কে এম রিপন আনসারী
এডিটর ইন চীফ
গ্রামবাংলানিউজটোয়েন্টিফোরডটকম