ঢাকা: চট্টগ্রামের পটিয়ার উপজেলা প্রকৌশলী জিয়াউল হক দুলালকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৩ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদ থেকে কমিশনের পরিচালক আজিজ ভূইয়ার নেতৃত্বে একটি টিম তাকে গ্রেফতার করে।
দুলালের বিরুদ্ধে ২০১৩-১৪ অর্থবছরে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ তুলে গত ৮ মার্চ একটি মামলা দায়ের করে দুদক। এ মামলায়ই তাকে গ্রেফতার করা হলো।
বিষয়টি জানিয়েছেন দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।