সরকার সমর্থক সংগঠন ওলামা লীগের সাথে আওয়ামী লীগের কোনো ধরনের সম্পর্ক নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। মঙ্গলবার রাতে আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র হানিফ গণমাধ্যমকে এ কথা বলেন।
তিনি বলেন, ওলামা লীগের সাথে আওয়ামী লীগের কোনো ধরনের সম্পর্ক নেই। এ ধরনের সংগঠনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যাবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন থেকে বর্ষবরণের অনুষ্ঠান পুরোপুরি বন্ধের দাবি জানায় ওলামা লীগ।
হিন্দু সম্প্রদায়ের এস কে সিনহাকে প্রধান বিচারপতি করারও বিরোধিতা করে সংগঠনটি। এর দু-দিন পর সোমবার সাম্প্রদায়িক বক্তব্য দেওয়ায় ওলামা লীগ নেতাদের গ্রেপ্তারের দাবি জানানোর পাশাপাশি এই সংগঠনটির সঙ্গে আওয়ামী লীগের কী সম্পর্ক, তা স্পষ্ট করার আহ্বান আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ মোর্চার এক একটি সমাবেশ থেকে।