চলতি অর্থবছরে দেশের জিডিপির ৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে- সরকারের এই দাবিকে অবাস্তব বলে মন্তব্য করেছে বিএনপি। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে হলে ৩০ শতাংশ বিনিয়োগ প্রয়োজন। কিন্তু দেশের বিনিয়োগ ২৮ শতাংশে দাঁড়িয়ে আছে। এই বিনিয়োগ দিয়ে ৭ শতাংশ প্রবৃদ্ধি সম্পূর্ণ অবাস্তব। আজ সকাল ১১টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। এসময় দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।