গ্রাম বাংলা ডেস্ক: দেশের বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
শনিবার রাত ৮টার কিছু পরে তার গুলশান কার্যালয়ে এ মতবিনিময় সভা হয়। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টুর নেতৃত্বে সিনিয়র ব্যবসায়ী নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবীর খান জানান, দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এফবিসিসিআই’র সাবেক সিনিয়র সহসভাপতি কামাল উদ্দিন, খোরশেদ আলী মোল্লা, হুসেন লুৎফর রহমান, এফবিসিসিআই’র বর্তমান পরিচালক মুকুল ওয়াহেদ, আবু মোতালেব, আনোয়ার হোসেন, জালাল উদ্দিন, বিজয় কেজরুয়াল, গার্মেন্ট ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিজিএমইএ’র পক্ষে সাবেক সভাপতি এস এম ফজলুল হক, শফিউজ্জামান খোকন, প্রতিনিধি আবদুল লতিফ জনি ও কাজী সাইদুল আলম সভায় উপস্থিত ছিলেন।
এ ছাড়াও গাইবান্ধা, নাটোর, ফরিদপুর, যশোর, গাজীপুর, ময়মনসিংহসহ বিভিন্ন জেলা চেম্বার ও অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানা গেছে, মতবিনিময় সভায় দেশের চলমান সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি এবং বাণিজ্যের অবস্থা খালেদা জিয়ার কাছে তুলে ধরেন ব্যবসায়ীরা।