বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের রায় মঙ্গলবার

Slider তথ্যপ্রযুক্তি বাংলার আদালত

 

1460299051

 

 

 

 

 


বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল ফোনের সিম নিবন্ধনের বৈধতা নিয়ে নানা আলোচনা-সামলোচনা চলছে। মঙ্গলবার মিলবে এর জবাব। কারণ এর বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করে রিট আবেদনের বিষয়ে হাই কোর্টের রায় জানা যাবে ওই দিন।
এ বিষয়ে দেয়া রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে রোববার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের হাই কোর্ট বেঞ্চ রায়ের এই দিন ঠিক করে দেয়।
আদালতে রিট আবেদনকারী পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনীক আর হক। বিটিআরসির পক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ব্যারিস্টার রেজা-ই রাকিব। মোবাইল ফোন অপারেটর রবির পক্ষে ছিলেন ব্যারিস্টার ফতেমা আনোয়ার।
বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে এস এম এনামুল হক নামের এক আইনজীবী গত ৯ মার্চ হাই কোর্টে এই রিট আবেদন করেন, যা ১৪ মার্চ শুনানির জন্য ওঠে। প্রাথমিক শুনানি নিয়ে ওইদিন আদালত রুল দেয়।
তৃতীয় পক্ষের মাধ্যমে নাগরিকদের আঙুলের ছাপ নিয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল ফোনের সিম নিবন্ধন কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চাওয়া হয় ওই রুলে।
বিটিআরসি চেয়ারম্যান, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, প্রধান নির্বাচন কমিশনার, জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের ডিজি, মোবাইল ফোন অপারেটরগুলোসহ ১৩ বিবাদীকে এর জবাব দিতে বলা হয়।
এই রুলের ওপর ৩ ও ১০ এপ্রিল শুনানি হয় বলে অনীক আর হক জানান।
গত ১৬ ডিসেম্বর সিম নিবন্ধনে বায়োমেট্রিক পদ্ধতি চালু হওয়ায় আঙুলের ছাপ না দিয়ে এখন আর নতুন সিম কেনা যাচ্ছে না। পাশাপাশি বায়োমেট্রিক পদ্ধতিতে পুরনো সিমের পুনঃনিবন্ধন চলছে, যা এপ্রিলের মধ্যে শেষ করার পরিকল্পনার কথা বলে আসছেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী।
রিট আবেদনকারীর অপর আইনজীবী মুক্তাদির রহমান রুলের পর বলেছিলেন, “দেশের ছয়টি মোবাইল ফোন অপারেটরের মধ্যে পাঁচটির মালিকানাই বিদেশিদের হাতে। দেশের ৯৭ শতাংশ গ্রাহকের নিয়ন্ত্রণ তাদের হাতে। আমরা জানি না, এসব তথ্য নিয়ে কীভাবে ব্যবহার করা হচ্ছে।”
ব্যক্তিগত গোপনীয়তা ও নিরপেক্ষতা লঙ্ঘিত হতে পারে- এই আশঙ্কা থেকে এই রিট আবেদন করা হয়েছে জানিয়ে তিনি সে সময় বলেছিলেন, তৃতীয় পক্ষের বদলে যদি সরকার ওই তথ্য নেয়, তাহলে তাদের আপত্তি নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *