গ্রাম বাংলা ডেস্ক: ইনকিলাবের সম্পাদক এএমএম বাহাউদ্দিনের বাসায় পুলিশি হামলা নিন্দা জানিয়েছে বিএনপি। গণামাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবৃতিতে তিনি বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এএমএম বাহাউদ্দিনের বনানীর পৈতৃক বাসায় এবং উত্তরার ভাড়া বাসায় পুলিশ তল্লাশি চালায় ও বাসার নিরাপত্তা কর্মীদের মারপিট করেছে। মির্জা আলমগীর বলেন, শেখ হাসিনা সরকারের ফ্যাসিবাদী চেহারা ক্রমেই তীব্র থেকে তীব্রতর হচ্ছে। বর্তমান অবৈধ সরকার গণতান্ত্রিক সকল ব্যবস্থাকে ধবংস করে দেশকে গভীর সংকটের মুখোমুখি দাঁড় করিয়েছে। জনমত সরকারের বিপক্ষে চলে যাওয়ায় সরকার এখন গণমাধ্যমের ওপর ক্রদ্ধু হয়ে উঠেছে। কারণ গণমাধ্যমেই জনমত সুষ্পষ্টভাবে প্রকাশিত হয়। তিনি বলেন, ক্ষমতাসীনরা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে জাতীয় সম্প্রচার নীতিমালা অনুমোদন করে গণমাধ্যমকে নিজেদের কব্জায় নেয়ার প্রচেষ্টা শুরু করেছে। দেশের মানুষ আজ কোথাও কোন নিরাপত্তাবোধ করছে না। মানুষের মধ্যে সর্বদা আতঙ্ক বিরাজ করছে। তিনি বলেন, ক্ষমতাসীনদের চুরি, লুটপাট, দুর্নীতি ও অপশাসনের নানা তথ্য উদঘাটন ও তা প্রকাশ করার কারণে দেশের সাহসী সাংবাদিক, সম্পাদক ও কলামিষ্টদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের করে গ্রেপ্তার ও নির্যাতন চালাচ্ছে সরকার। ইনকিলাব পত্রিকা কার্যালয় ও পত্রিকার সম্পাদকের বাসায় পুলিশি অভিযান এসব অপকর্মেরই ধারাবাহিক অংশ। সাংবাদিক ও সংবাদ মাধ্যমের ওপর সরকারের নির্যাতন জনগণ কখনোই মেনে নেবে না। অবিলম্বে সাংবাদিক ও সংবাদ মাধ্যমের ওপর সরকারি জুলুম-নির্যাতন বন্ধের আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।